ঢাকা: সহিংস কর্মকাণ্ড করে দেশের মানুষকে পুড়িয়ে মারার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে দেশপ্রেমিক জোট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে আয়োজক সংগঠনের নেতাকর্মীরা এ আহবান জানিয়েছেন।
দেশপ্রেমিক জোটের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শামসুল আলম দুদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের মানুষ পুড়িয়ে মারছেন। সহিংস কর্মকাণ্ডের জন্য জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। জাতি ক্ষমা করলেই কেবল তার সঙ্গে আলোচনা হবে।
বক্তারা আরো বলেন, পরীক্ষা দেওয়ার জন্য তার নাতিকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। অথচ দেশের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা ব্যহত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫