ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

চার মামলায় তিন মাসের অন্তবর্তী জামিন পেলেন এ্যানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, জুলাই ২৬, ২০১০

ঢাকা: চারটি মামলায় সোমবার উচ্চ আদালত থেকে তিন মাসের অর্ন্তবতী জামিন পেয়েছেন বিএনপির সংসদ সদস্য শহিদউদ্দিন চৌধুরী এ্যানী।

একই সঙ্গে কেনো তাকে স্থায়ী জামিন দেওয়া হবেনা এই মর্মে সরকারের প্রতি তিন সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

আসামীপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সময় এ্যানীকে গ্রেপ্তার করা হয়। হরতালের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় তার নামে পৃথক চারটি মামলা দারের করে।

শহিদউদ্দিন চৌধুরী এ্যানী বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তবে এ জামিন আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।