ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফকে আটক করেছে পুলিশ।
দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বনানীর বাসার সামনে শনিবার (২১শে ফেব্রুয়ারি) ভোরে আটক হন তিনি।
সূত্র জানায়, একুশে ফেব্রুয়ারি ভোরে বনানীর ডিওএইচএস-এর বাসার সামনে অপেক্ষায় ছিলেন হানিফ। সেখান থেকে লে. জেনারেল (অব.) মাহবুবকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
এরপর সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫