ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ঢাকা: বায়ান্নর ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।   

২১শে ফেব্রুয়ারি শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে ফুল দেন।



এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।

অন্যান্য বার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও এবার এখনও পর্যন্ত সেখানে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেখা যায়নি বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতাকেও।

গত ৫ জানুয়ারি রজধানীতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে না পেরে ওই দিন থেকেই অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এরমধ্যে কয়েক দফা হরতালও ডেকেছে সরকার বিরোধী এ জোটটি।

বংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

** ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।