ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংলাপের মাধ্যমে সংকট নিরসনে আশাবাদী বিএনপি

মফিজুল সাদিক ও সাব্বির আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সংলাপের মাধ্যমে সংকট নিরসনে আশাবাদী বিএনপি

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: সংলাপের মাধ্যমে সংকট নিরসনের ব্যাপারে বিএনপি এখনও আশাবাদী বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।

২১শে ফেব্রুয়ারি শনিবারে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



ইনাম আহমেদ চৌধুরী বলেন, দেশে চলমান সংকট সম‍াধান সংলাপের মাধ্যমেই হওয়া চাই। কারণ সন্ত্রাস কেউ চায় না। তাই বিএনপির পক্ষ থেকে বারবার সন্ত্রাসের বিপক্ষে বলা হচ্ছে। আমরা গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে উপায়ে এ সংকটের একটি সমাধান চাই।

‘বিএনপি সংলাপের মাধ্যমে সংকট নিরসনে এখনও আশাবাদী। আলোচনা ও সমঝতা ছাড়া এ সংকট উত্তরণে আর কোনো উপায় নেই। তাই সংলাপ হতেই হবে’—যোগ করেন তিনি।
 
সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আজ বিএনপির শীর্ষ নেতারা কারাবন্দি কেন? এ ধরনের আচরণ বন্ধ করে সরকারের পক্ষ থেকে সংলাপ আর সমঝোতার আবহ তৈরি করতে হবে

এর আগে অম্লান ভাষা শহীদদের প্রতি শদ্র্ধা জানান বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, ড্যাবসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, ভাইস প্রেসিডেন্ট রওশন আরা শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

** ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।