ঢাকা: চলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার অভিযোগে শুক্রবার থেকে শনিবার সকাল সোয়া ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ১১ জনকে আটক করা হয়।
এরমধ্যে ১০জন বিএনপি এবং একজন শিবিরের কর্মী রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫