ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
হাতীবান্ধায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে ছয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলুকে (৪০) আটক করা হয়েছে।



শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মিনারে ফুল দেয়ার একপর্যায়ে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন গ্রুপের সদ্য যোগদানকারী সায়েদুজ্জামান কোয়েল ভেলাগুড়ি ইউনিয়নের দিপু নামে এক বিএনপি কমীকে মারধর শুরু করেন।

এতে উপস্থিত মোশারফ গ্রুপের সাথে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর কিছুক্ষন পর শাহ গরিবুল্লাহ মাজার এলাকায় আবারও ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়। তারা স্থানীয়ভাবে গোপনে চিকিৎসা নিয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলুকে আটক করে নিয়ে যায়।  

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।