চাঁদপুর: নাশকতার মামলায় চাঁদপুর সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে চাঁদপুর সদরে চার ও কচুয়া থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০ দলের ডাকা অবরোধে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আগের নাশকতার মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫