ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুলিয়ারচরে আ’লীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
কুলিয়ারচরে আ’লীগ কার্যালয়ে আগুন ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়াচরে আওয়ামী লীগের কার্যালয়ে ও একটি অটোরিকশা গ্যারেজ আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।


 
এলাকাবাসী জানায়, রাতে আওয়ামী লীগ কার্যালয় ও পাশের একটি অটোরিকশা গ্যারেজ আগুন দেখে কুলিয়ারচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই কার্যালয়ের আসবাব পুড়ে যায়। ‍

ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, আগুনে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ত‍ারা মামলা করবেন।

অটোরিকশা গ্যারেজ মালিক আবুল হোসেন জানান, তার গ্যারেজে সাতটি অটোরিকশাসহ মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান খান বাংলানিউজকে জানান, তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।