ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতা-নাশকতার কাছে সরকার নতি স্বীকার করবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সহিংসতা-নাশকতার কাছে সরকার নতি স্বীকার করবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী আন্দোলনের নামে ২০ দলীয় জোট দেশব্যাপী পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে।
 
তিনি বলেন-এই নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার কাছে কোনোভাবেই শেখ হাসিনার সরকার নতি স্বীকার করবে না।

জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বর্তমানে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশব্যাপী পেট্রোল বোমা, অগ্নিসংযোগের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।

এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একুশের এই মহান সময়ে আমাদের শপথ ও অঙ্গীকার এই যে ঘৃণার আগুনে আমরা পেট্রোল বোমার আগুন নিভিয়ে দেব।

সভায় উপস্থিত ছিলেন-নোয়াখালী-৪ আসনের (সদর-সূবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।      

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।