ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মাগুরায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

মাগুরা: ট্রাকে আগুন দেওয়ার মামলায় মাগুরা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস ও সদর থানা ছাত্রদলের সভাপতি তন্ময়সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।


 
গ্রেফতার হওয়া অপর একজন হলেন- ছাত্রদলের কর্মী স্বাক্ষর।
 
সংশ্লিষ্টরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিহির কান্তিকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। এছাড়া, তন্ময় ও স্বাক্ষরকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুভাষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তারা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বুধবার রাতে মাগুরার শিমুলিয়ায় ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি।  
 
বুধবার রাতে মাগুরা-যশোর সড়কে শিমুলিয়ায় ট্রাকে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের চালক ও সহযোগী অগ্নিদগ্ধ হয়।  
 
এ ঘটনায় পুলিশ পরদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ৩০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।