নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ৮টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ৮টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।
নাশকতার জন্য এসব পেট্রোল বোমা এখানে রাখা হয়েছিলো বলে ধারণা পুলিশের।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫