রংপুর: বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সামনে থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩টি পেট্রোল বোমা ও ২টি ককটেল উদ্ধার করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বেতার ভবনের পাশের ড্রেন থেকে পুলিশ এগুলো উদ্ধার করে।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেতার ভবনে নাশকতা সৃষ্টির জন্য হয়ত দুর্বৃত্তরা বোমাগুলো রেখেছিল।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫