ঢাকা: রাজধানীর আজিমপুর মোড়ে ককটেল বিস্ফোরণে তিন ইডেন ছাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঐশি ও লিমা ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও এ্যানি একই কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। তারা সবাই ইডেন কলেজ হলে থাকেন।
ঐশি বাংলানিউজকে জানান, আজিমপুরে একটি হোটেল থেকে নাস্তা করে তারা আজিমপুর চৌরাস্তা দিয়ে হলে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তারা সবাই আঘাতপ্রাপ্ত হন। তাদের পায়ে আঘাত লেগেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫