বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী হাটে মেলার জুয়ার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত উপজেলার মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদকে (৩৫) সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবছর উপজেলার হরিখালীতে তিনদিনব্যাপী সন্যাসী মেলা হয়। চলতি বছর ১৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হয়ে শনিবার মেলা শেষ হয়। শেষের দিন মেলায় জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এদিন দুপুরে মোস্তাক আহম্মদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ বিএনপি সমর্থকরা। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির উদ্দিন মন্ডলের কসমেটিকস ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা।
পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মধুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে।
সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তাছাড়া সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৪