গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজীর পুকুর এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা করেছে হরতাল-অবরোধকারীরা। এতে দুই যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগর এলাকার ছয়দানা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাবুল মিয়া (১৮)। বাবার নাম নুরুল ইসলাম। স্থায়ী বাড়ি ময়মনসিংহ সদরের পূর্বচন্দ্রা গ্রামে। তিনি গাজীপুর মহানগরের ডেগের চালা এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
আহত অপরজন হলেন, সাহিদা আক্তার (৩৫)। বাবার নাম আ. সামাদ। বাড়ি গাজীপুর মহানগরের কলমেশ্বর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাসে হঠাৎ একটি ককটেল নিক্ষেপ করে হরতাল-অবরোধকারীরা। এতে বাসের দুই যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে আহতদের নিকটবর্তী তায়রুন্নেছা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, শুনেছি জলসিঁড়ি পরিবহনের একটি বাস বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুইজন সামান্য আহত হয়েছেন। ককটেল বা পেট্রোল বোমা হামলার কোনো বিষয় শোনা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫