ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনের সামনের রাস্তায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে দুইজন আহত হন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সময় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাস-রিকশা যাত্রী ও পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর চারটি ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠলে বাস, রিকশা যাত্রীসহ পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় দুইজন আহত হন। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তল্লাশি শুরু করে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫, আপডেট: ১৩১৯ ঘণ্টা