বগুড়া: বগুড়ায় নাশকতা মামলায় জামায়াত-শিবির নেতাকর্মীসহ ২১ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার এ মামলায় জামায়াতের ৪ জন ও শিবিরের ১ জনসহ মোট ২১জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫