ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংকট সমাধানে বিদেশিদের দরকার নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সংকট সমাধানে বিদেশিদের দরকার নেই ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংকট সমাধানে বিদেশিদের দরকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

নাগরিক ঐক্য এ সভার আয়োজন করে।
 
মাহমুদুর রহমানা মান্না বলেন, দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো দুই নেত্রীর জেদ ও রাগ। এ সংকট সমাধানে সংলাপের জন্য তাদেরকে আন্তরিক হতে হবে। সংকটের যতোই বড় হোক না কেন সমাধানের পথ আছে। এর জন্য বিদেশিদের দরকার নেই। নিজ দেশের সংকটের সমাধান নিজেদেরকেই করতে হবে।
 
বিদেশিদের প্রসঙ্গ টেনে মান্না বলেন, দেশের সার্বিক পরিস্থিতি যাচাই করেই তারা সংলাপের কথা বলেছেন। তারা জোর জবরদস্তি করে সংলাপে বসাতে চাইছেন না। তাদের এ যৌক্তিক আহবান মেনে নিলেই সংকট সমাধানের পথ আসবে।
 
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মান্না বলেন, জোর-জোবরদস্তিমূলক আচরণের নির্বাচন হয়েছে। যা জনগণের ম্যান্ডেটকে তোয়াক্কা করা হয়নি। সরকার এবং বিরোধী দলগুলোর যে আচরণ, তা জনগণের জন্য নয় ক্ষমতার জন্য। তাদের এমন আচরণের ফলে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে দিল্লির পরিস্থিতি হতে পারে।
 
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, সিটি কর্পোরেশনের নির্বাচনটি আনচ্যালেঞ্জড পার হতে দেওয়া হবে না। তবে জাতীয় নির্বাচনের ইস্যু যদি বড় হয়, তাহলে সেটা নিয়েই আন্দোলন করবো।
 
তিনি বলেন, এ নির্বাচন নিয়ে আমার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। কেননা আমি এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা দেই নাই।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।