ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত গ্রেনেড মারারও পরিকল্পনা করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
‘বিএনপি-জামায়াত গ্রেনেড মারারও পরিকল্পনা করছে’ ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি-জামায়াত জোট বড় নাশকতার পাশাপাশি বেশি করে মানুষ হত্যা করতে পেট্রোল বোমার পরিবর্তে গ্রেনেড মারারও পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করার কথাও বলেন তিনি।



প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করা এই কালচার বাংলাদেশে কখনো ছিলো না। এটা বিএনপি-জামায়াত এরা নিয়ে এসেছে। ইদানিং আবার শুনলাম জামায়াতের কোন এক নেতা বলেছে যে পেট্রোল বোমা মেরে হবে না, গ্রেনেড মারতে হবে। আমি ইন্টেলিজেন্সকে বলেছি এগুলো খুঁজে বের করতে। কারা বলেছে এ ভয়েসটা বের করতে। ... তারা এখন গ্রেনেড মারাও চিন্তা করছে। ’

রোববার(২২ ফেব্রুয়ারি’২০১৫) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক ও মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আর দেশে বিদেশে কারো সমর্থন পাচ্ছে না। কারো মুখাপেক্ষী ছিলো। ভাবছে ওখান থেকে কিছু হয়ে যাবে। কিন্তু যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ মারে তাদের পক্ষে কেউ থাকে না। এটা এখন দেখতে পেয়ে আরো বেশি করে কিভাবে মানুষ হত্যা করা যায় সে জন্য পেট্রোল বোমা নয়, গ্রেনেড মারার প্ল্যান করছে এবং বড় বড় নাশকতা করার চেষ্টা করছে। ’

তিনি বলেন, ‘এরইমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সকলে, আমাদের গোয়েন্দা সংস্থা তারা খুঁজে খুঁজে বের করছে, ধরছে। ধরার ফলে নাশকতার হাত থেকে বাংলাদেশ বাঁচতে পারছে। কিন্তু যারা এসব করছে তাদের বিচারটা দ্রুত হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত শাস্তি হওয়া দরকার। যাতে আর যেন কেউ এভাবে করতে না পারে। ’

কোন অপরাধী যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা শুধু তারিখ দিয়ে যাচ্ছে আর বলছে এ তারিখের মধ্যে সরকার ফেলে দিবো। প্রথমে ছিলো এই জানুয়ারির মধ্যে ফেলে দিবে। তারপর করতে করতে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি থেকে আসলো এই ২৪ ফেব্রুয়ারি। আরও দুই দিন আছে সময়। আবার এখন শুনছি যে ১০ মার্চ। যে ১০ মার্চের মধ্যে সরকার ফেলে দেবে। ’

পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যাকারীদের ১৯৭১ সালের নারী-শিশু হত্যাকারী, নারী নির্যাতনকারী ও গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যারা অপরাধ করছে, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে তাদের সঙ্গে ৭১ রের হত্যাকারীদের মধ্যে কোন তফাৎ নেই। এরা একই, একই মানসিকতা নিয়ে তারা সেটা করছে। কাজেই এদেরও বিচার হতে হবে। ’

তিনি বলেন, ‘এ অবস্থা থেকে মানুষকে উদ্ধার করতেই হবে। তার জন্য যা করা দরকার তাই করতে করতে হবে। এজন্য যারা ধরা পড়েছে, হাতেনাতে ধরা পড়েছে এ বিচারটা দ্রুত করে ফেলা। হুকুমদাতা, কে হুকুম দিচ্ছে, অর্থের যোগানদার কে তাদের বের করা, বোমাগুলো তৈরি করছে কে, বোমাগুলো সাপ্লাই দিচ্ছে কে, মারছে কে এদের প্রত্যেকটা স্তরেই বিচারটা খুব কঠিন ভাবে হওয়া দরকার। ’

পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি। ছোট বেলা থেকে। স্কুল লাইফ থেকে স্কুলের ওয়াল টপকিয়ে আন্দোলনে যাওয়া মানুষ আমরা। কিন্তু আমরা কখনো দেখিনি সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা মারা, তাদের পুড়িয়ে মারা, তাদের ওপর আঘাত করা এটা কিন্তু আমার জীবনে আমি কখনো দেখিনি। ’

‘হ্যা রাজনৈতিক নেতা-কর্মীরা পুলিশের গুলিতে মারা গেছে। কিন্তু রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করা এই কালচার বাংলাদেশে কখনো ছিলো না। ’

গত ১ বছরের সরকারের সফলতা ও দেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা নেই, বার্তা নেই গত ৬ জানুয়ারি থেকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা শুরু করেছে। আর্ন্তজাতিক ভাবে বাংলাদেশ যেখানে একটা সম্মান জনক অবস্থায় ছিলো। বাংলাদেশ যেখানে একটা উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে তারা অনুসরণ করতে চাচ্ছে। বাংলাদেশ তাদের কাছে একটা বিস্ময়। সেখান থেকে দেশকে একটা করুণার পাত্রে পরিণত করার চেষ্টা। বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করার চেষ্টা। এতে তারা অর্জন কি করেছেন জানি না। ’

‘তবে বাংলাদেশের মানুষের মান-সম্মান যে ক্ষুণ্ন হচ্ছে, দেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে। বাংলাদেশকে যে একটা প্রশ্নের সম্মুখীন করে দেয়া এটা কিন্তু বিএনপি-জামায়াত জোট খুব ভালো ভাবে করে দিয়েছে। ’

শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আমরা সবচেয়ে বেশি মনোযোগী হয়েছিলাম যে দেশের অর্থনীতি কত দ্রুত উন্নত করা যায়। সেখানে আমরা প্রতিশোধ মূলক মনোভাব নিয়ে আমরা তাকাই নি বলেই হয়তো অনেকে রেহাই পেয়ে গেছে। ’

তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। কাজেই সে দায়িত্ব আমরা পালন করবো। কাজেই বাংলাদেশের মাটি যেন কোন জঙ্গী সন্ত্রাসীদের স্থান না হয়। বাংলাদেশের মাটি হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।