ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ের সামনে আগুনে পুড়ে নিহতদের তালিকা

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
খালেদার কার্যালয়ের সামনে আগুনে পুড়ে নিহতদের তালিকা ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় আগুনে পুড়ে নিহতদের তালিকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কর্যালয়ের প্রধান ফটকের বিপরীতে একটি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে কামাল আতার্তুক অ্যাভিনিউতে মানববন্ধন শেষে আগুনে পুড়ে নিহত ৫৪ জনের তালিকাটি টাঙিয়ে দেন তারা।

 

মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষে তারা খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাত্রা করেন। খালেদা জিয়ার কর্যালয়ের সামনের রোডের মাথায় গেলে পুলিশ তাদেরকে আটকে দেয়।

পরে সংসদ সদস্য তারানা হালিমের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল কর্যালয়ে প্রধান ফটক পর্যন্ত যান। সেখানে তারা আগুনে পুড়ে নিহতদের তালিকা একটি গাছের সঙ্গে টাঙিয়ে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তার সঙ্গে ওই প্রতিনিধি দলের কথা হয়।

প্রতিনিধি দলের এক সদস্য নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদিকদের বলেন, চলমান সহিংসতায় আমরা নাকি ২০ দলের নেতাকর্মী আহত-নিহত এবং পঙ্গু হাসপাতালে ভর্তিদের বিষয়ে কোনো সহানুভূতি জানাইনি। তার এ অভিযোগ সঠিক নয়।

তারপরও তাদের এই ‘ম্যাসেজ’ আমরা সরকারের কাছে পৌঁছে দেবো বলে জানান পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।