ময়মনসিংহ: বিরোধীদলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদের ময়মনসিংহ শহরের ‘সুন্দর মহল’র বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, এ মামলায় অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রসঙ্গত, শনিবার রাত সোয়া ১২টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোডের বিরোধীদলীয় নেত্রীর বাসার সামনে কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় টহলরত পুলিশ তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।
এতে পায়ের হাঁটুর একটু উপরে গুলিবিদ্ধ হন নুরুজ্জামান। পরে তাকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
** রওশন এরশাদের বাসার সামনে ককটেল, গুলিবিদ্ধ ১