রংপুর: ২০ দলের টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও শিবির কর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এছাড়া নাশকতার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় যুবদলের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
অপরদিকে সকালে নগরীর দর্শনা এলাকায় মহানগর শিবিরের অর্থ সম্পাদক রাইসুল ইসলাম রাহাতের নেতৃত্বে ঝটিকা মিছিল করে মহানগর ছাত্রশিবির নেতাকর্মীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ২ বিএনপি এবং ৮ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে কোতয়ালীতে বিএনপির ২ ও জামায়াতের ৩, মিঠাপুকুরে জামায়াতের ১, পীরগঞ্জে জামায়াতের ৩ ও কাউনিয়ায় জামায়াতের ১ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে হরতালে নগরীর অধিকাংশ দোকান-পাট ছিলো খোলা। মহাসড়কে পণ্য ও যাত্রীবাহী বাস চলাচল ছিলো স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫