ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ছাত্রদলের মিছিল, দাখিল পরীক্ষার্থীসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সোনাগাজীতে ছাত্রদলের মিছিল, দাখিল পরীক্ষার্থীসহ আটক ৬

ফেনী: ফেনীর সোনাগাজী পৌর শহরে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল বের করে ছাত্রদল। এ সময় শাহাদাত হোসেন নয়ন নামে এক দাখিল পরীক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।



রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- ইউনিয়ন ছাত্রদল নেতা, ফজলুর রহমান ফরহাদ (২২), জাহিদুল ইসলাম পিয়াস (১৭), জামাশেদ আলম বাদশা (১৮), আনোয়ারুল ইসলাম (১৪) ও টিপু সুলতান (২০)।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোনাগাজী পৌর ও কলেজ ছাত্রদল দুপুরে একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণকালে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে।
প্রশাসনের অনুমতি না নিয়ে মিছিল না করায় সহিংতার আশঙ্কায় তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।