সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিচারবর্হিভূত হত্যা বন্ধ ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ এলাকায় মিছিল করে তারা।
এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, ছাত্রদল নেতা জাকির, ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা ফারুক ও ইমরান।
একই সময়ে বেলকুচি ডিগ্রি কলেজ এলাকায় থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইলিয়াসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে সকাল ৯টার দিকে চৌহালী ডিগ্রি কলেজ এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব ও জবির নেতৃত্বে এবং রায়গঞ্জের নিমগাছী কলেজ রঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫