মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকায় হোসেন মৃধা (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী মৃধা বাড়ির মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে।
জানা গেছে, মুন্সীগঞ্জ আদালত থেকে একটি মামলায় হাজিরা দিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন হোসেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নয়/১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন হোসেনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আওয়ামী লীগ কর্মী আবু তাহের মৃধার দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টরকী মৃধা গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রহমত উল্লাহর নেতৃত্বে দুর্বৃত্তরা হোসেনকে কুপিয়ে হত্যা করেছে।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫