ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

আটোয়ারীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
আটোয়ারীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ ছবি: প্রতীকী

পঞ্চগড়: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর দফায় দফায় হরতালে নাশকতার আশঙ্কায় পঞ্চগড়ের আটোয়ারীতে জামায়াতের এক কর্মীসহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি ও আটোয়ারী থানা পুলিশ।



আটক ব্যক্তিরা হলেন- আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের
মসলিমউদ্দীনের ছেলে জামায়াত কর্মী আক্তারুজ্জামান সোহাগ (৩৬), একই ইউনিয়নের দহসুহ গ্রামের দুলাল হোসেনের ছেলে মঈনউদ্দীন মনির (২০), একই উপজেলার তড়িয়া ইউনিয়নের ছাপরাঝাড় গ্রামের কলিমউদ্দীনের ছেলে শাহজাহান আলী (২৫), একই ইউনিয়নের নদীডাঙ্গী গ্রামের আবুল কাশেমের ছেলে শাহজাহান (২২) ও একই উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর-খ্রীস্টান পাড়ার চয়ন কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (২৩)।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।