সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াত-শিবিরের চার নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এনায়েতপুর থানার এনায়েতপুর বাজার, আরকান্দি বাজার ও খুকনী বাজার এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন পরিষদ সদস্য জামায়াত নেতা আজমত আলী, গোপিনাথপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হালীম ওরফে টেইলার্স হালীম, সাদ্দাম হোসেন এবং শিবির নেতা দেলোয়ার হোসেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এদের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫