সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে সিলেটে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে এসব মিছিল করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলে ১৫/২০জন নেতাকর্মী অংশ নেন।
একই সময়ে নগরীর আখালিয়া এলাকায় একটি পাড়ার রাস্তায় ঝটিকা মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানসহ ২৫/৩০জন নেতাকর্মী অংশ নেন।
এছাড়া হরতাল- অবরোধের সমর্থনে ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর মেন্দিবাগ এলাকায় একটি মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি মেন্দিবাগ এলাকা থেকে শুরু করে গ্যাস অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সব’কটি স্থানেই মিছিলকারীরা তড়িগড়ি করে মিছিল শেষ করে সটকে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫