ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কুলিয়ারচরে আ’লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কুলিয়ারচরে আ’লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম বাদী হয়ে এ মামলা করেন।



এ মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে। এ মামলায় কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুলিয়ারচরে আওয়ামী লীগ কার্যালয় ও পার্শ্ববর্তী একটি অটোরিকশা গ্যারেজে আগুন দেন অবরোধকারীরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।