রাজশাহী: সহিংসতা ও নাশকতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় শ্রমিক পার্টি।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীতে এ কমর্সূচি পালন করে তারা।
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ শহরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাড়ির সামনে পাহারারত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে পালিত হয় এ কর্মসূচি। এতে রাজশাহী জেলা ছাত্র সমাজও যোগ দেয়।
বিক্ষোভ মিছিলটি রাজশাহী কলেজ চত্বর থেকে শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য দেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও জেলার প্রচার সম্পাদক সরদার জুয়েল, জেলা জাতীয় পার্টির দফতর সম্পাদক মাইনুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক এইচ আর হাবিব।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ইয়াসিন আলী, বাপ্পি হাসান, সদস্য মেহেদী, রহমান আলী, সজল, রাজিব ও জেলা ছাত্র নেতা বিটু, জয়, নওহাটা ছাত্র সমাজের সভাপতি তানভির রহমান শিমুল, সম্পাদক রাব্বি হাসান, পবা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক বিপুল প্রমুখ।
সমাবেশে বক্তব্যে জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক সরদার জুয়েল বলেন, ২০ দলীয় জোট সন্ত্রাসী কায়দায় দেশের জনগণকে নিয়ে খেলা শুরু করেছে। বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে ভোটের রাজনীতি ফিরে আসার জন্য ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫