ঢাকা: রাজধানীর নবাবপুরে ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি বর্তমানে কেরানীগঞ্জের শহীদনগরে থাকেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এসময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
আহত দেলোয়ার বলেন, আমি মালামাল সাপ্লাই দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলাম। সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল বিস্ফোরণে আমার হাতে-পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। এতে আমি আহত হই।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫