ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের কোনো প্রভাব নেই খুলনায়

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
হরতালের কোনো প্রভাব নেই খুলনায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এবারের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথমদিন রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা। খুলনা মহানগরীর মিনাবাজার থেকে পিকচার প্যালেসের মোড় পর্যন্ত দীর্ঘ যানজট।

জট ছাড়াতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

এ সময় যানজটে আটকে থাকা ইজিবাইক চালক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, দীর্ঘক্ষণ যানজটে আটকে আছি। কিসের হরতাল? সব ধরনের গাড়িইতো চলছে। হরতাল এখন ভোঁতা হয়ে গেছে।

নগরীর শান্তিধাম মোড়, মিনা বাজারের মোড়, ডাকবাংলার মোড়, পিকচার প্যালেসের মোড় ও বড়বাজার এলাকায় ঘুরে এবছরের হরতালের মধ্যে তুলনামূলক সবচেয়ে বেশি যানবাহন চলাচলের চিত্র দেখা গেছে।

টেম্পু চালক রইস উদ্দিন বাংলানিউজকে বলেন, অধিকাংশ হরতালেই দেখা যায়, রাস্তাঘাট ফাঁকা, হাতেগোনা কিছু যানাবাহন ছাড়া অন্যান্য গাড়ি তেমন চলে না। কিন্তু মাসের পর মাস হরতাল-অবরোধ থাকায় এখন আর সে চিত্র দেখা যায় না। যার কারণে হরতালের মধ্যেও এই যানজট।

এদিকে এবারের হরতালের প্রথম দিনে রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে বা বিপক্ষে নগরীতে কোনো মিছিল সমাবেশ করতেও দেখা যায়নি।

পূর্ব রূপসা, জিরোপয়েন্ট ও গল্লামারী থেকে আন্তঃজেলা বাস-মিনিবাস স্বাভাবিকভাবে চলাচল করছে। ট্রেন ও লঞ্চ চলাচলও অনেকটাই স্বাভাবিক। ছোট ছোট দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বড় বড় বিপণী বিতান বন্ধ রয়েছে। তবে অফিস-আদালত ও ব্যাংক-বীমা চলছে স্বাভাবিক দিনের মতো।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।