ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা আত্মাহুতি দিলেও সংলাপের প্রয়োজন নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
‘খালেদা আত্মাহুতি দিলেও সংলাপের প্রয়োজন নেই’ ব্যারিস্টার নাজমুল হুদা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মাহুতি দিলেও সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।
 
বিএনপির সরকারের আমলে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করা এ নেতা বলেন, আজকে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর জন্য কিন্তু সংলাপের দরকার হয় না। প্রধানমন্ত্রী একাই এর সমাধান করতে পারেন। এই সঙ্কটের নেপথ্যে ক্ষমতা। খালেদা জিয়া আত্মাহুতি দিলেও সংলাপের প্রয়োজন নেই।
 
নাজমুল হুদা বলেন, কারা এই সহিংসতা করছে তাদের চিহ্নিত করে শাস্তি দেন। হুকুমের আসামি করে লাভ নেই। যদি প্রমাণ থাকে তাহলে মামলা করে শাস্তি দেন। অনেকেই আছে যারা এই অবরোধকে কাজে লাগাচ্ছেন।
 
নাজমুল হুদা বলেন, আমি সংলাপের কথা বলে বিএনপি থেকে বহিস্কার হয়েছি। তবে একটা সুষ্ঠু নির্বচানের দাবিও রয়েছে বলে জানান এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও জনপ্রিয় অভিনয় শিল্পী এ টি এম শামছুজ্জামান, ডা. অরুপ প্রতু চৌধুরী ও কবি নুরুল হুদা।  
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।