ঢাকা: পাটুরিয়ার-দৌলতদিয়া রুটে নৌদুর্ঘটনায় ৩৩ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।
পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে রোববার দুপুরে সারবাহী কার্গো’র ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা-৩ নামে ওই লঞ্চ ডুবে যায়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫