ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লঞ্চডুবিতে নিহতদের প্রতি জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
লঞ্চডুবিতে নিহতদের প্রতি জামায়াতের শোক

ঢাকা: পাটুরিয়ার-দৌলতদিয়া রুটে নৌদুর্ঘটনায় ৩৩ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।

পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে রোববার দুপুরে সারবাহী কার্গো’র ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা-৩ নামে ওই লঞ্চ ডুবে যায়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।