ঢাকা: রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের সামনের রাস্তায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক দুর্বৃত্তকে আটক করে র্যাব।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর শেরে বাংলানগর থানার উপ-পরির্দক (এসআই) আহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একজনকে হাতেনাতে আটক করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫