রাজশাহী: রাজশাহীর চারঘাটে পরিত্যাক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সারদা থানাপাড়া এলাকার বটতলার মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনানোর লক্ষেই ককটেলগুলো সেখানে রাখা হয়েছিল। এগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। উদ্ধারের পর পানির পাত্রে ডুবিয়ে তা থানায় নিয়ে যাওয়া হয়।
ককটেল উদ্ধারের পর বর্তমানে ওই এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫