ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজাকারের সখ্যতায় খালেদা শহীদ মিনারে যাননি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাজাকারের সখ্যতায় খালেদা শহীদ মিনারে যাননি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শহীদ মিনারে না গিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন আপনি রাজাকারের বন্ধু। সবচেয়ে বড় সখ্য গড়ে তুলেছেন তাদের সঙ্গে।

শহীদ মিনারে যাননি কেন? কারণ সেখানে তো জামায়াত-শিবির যায় না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স ‍রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে একথা বলেন।

জাতীয় পার্টি (জেপি) আয়োজন করে এ সভার। সভাপতিত্ব করেন জেপি’র চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, বাংলাদেশের আন্দোলনের বারোটা বাজিয়েছেন খালেদা জিয়া। এই হরতালের ওপর আর মানুষের আস্থা থাকবে না। কারণ হরতালের মধ্যে তার নেতারাই তো গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এরা সহিংস আন্দোলন করবে আর জনগণ ফুল দিয়ে বরণ করবে- এই স্বপ্ন দেখে। কিন্তু পুলিশ তো তা করবে না।

নাসিম বলেন, আন্দোলনের ডাক দেন খালেদা জিয়া আর মিছিল করি আমরা।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ডাকা আন্দোলন দেখে মানুষ ভয় পায় না। আপনি কি কোনো নেতার মধ্যে পড়েন? আপনি কখনো বার্ন ইউনিটে গেছেন? আপনার চারপাশে যারা আছেন তারা আপনাকে ভুল বোঝাচ্ছেন।

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারব না। ১৪ দল আদর্শের জোট। নির্বাচন ছাড়া কোনো দল টিকতে পারে না। ৭০ সালে অনেক প্রতিকূলতা পরিবেশ ছিল কিন্তু সেই সময়েও নির্বাচনের পক্ষে সবাই ছিলেন। নির্বাচন অস্ত্র, কামানের চেয়েও শক্তিশালী। নির্বাচন থাকলে দলের পরিস্থিতি বোঝা যায়।

সভায় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও জনপ্রিয় অভিনয় শিল্পী এ টি এম শামছুজ্জামান, কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কাজল, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন, জেপি’র প্রেসিডিয়াম সদস্য কর্নেল আব্দুল লতিফ মল্লিক, সালাউদ্দিন আহম্মেদ, আবু সালেহ মুক্ত প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।