ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত ৬ ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মৃদুল কান্তি (৩৬), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী হিমু (২১), পথচারী রাসেল (২৮), সোহেল রানা (২৭), আবুল কাশেম (২৬) ও চটপটি বিক্রেতা মন্টু (৩০)।

পরে তারা নিজেরা ও পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসার জন্য আসেন।

তাদের মধ্যে হিমু ছাড়া বাকি সবাই ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।