ঢাকা: অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ মানুষকে শহীদ মিনার বিমুখ করেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সংলাপের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির রোববার (২২ ফেব্রুয়ারি) ২৬তম দিন পার করলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, “দেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের অতি নিয়ন্ত্রণের কারণে শহীদ মিনারে যেতে মানুষ আর আগের মতো আবেগাপ্লুত নয়। এবছর শহীদ মিনারে মানুষের অনেক কম উপস্থিতি সেকথাই প্রমাণ করছে। ”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক সফর সম্পর্কে তিনি বলে, “মমতা ব্যনার্জির আশ্বাসে আমরা আস্থা রাখতে চাই। কিন্তু তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে তখন তিনি আসলে হয়তো আমরা তিস্তার ৫১ শতাংশ পানি পেতে পারতাম, এখন ৩০ শতাংশও পাবো কিনা সন্দেহ।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, আলী হোসেন মণ্ডল, আতিকুর রহমান সাদেক, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, সাইফুল ইসলাম শিমুল, সবুজসহ শতাধিক নেতাকর্মী তার সঙ্গে অবস্থান করেছেন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫