ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানে আগুন

সিনিয়র স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাজধানীতে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানে আগুন ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান ও পূর্ব রামপুরায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মালিবাগ আবুল হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে আটক করতে পারেনি।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি অর্ধেক পুড়ে যায়।

অন্যদিকে পূর্ব রামপুরা ডাচ্ বাংলা ব্যাংকের বুথের সামনে একটি প্রইভেট কারে (ঢাকা মেট্রো- ঘ ১৪৭২) আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থলে পাশে আরেকটি বাসে আগুন দেওয়ার সময় ৪ যুবককে ধাওয়া করে স্থানীয় জনতা। তিনজন পালিয়ে গেলেও একজনকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে জনতা।

রামপুরা থানার অপারেশন অফিসার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনির্দিষ্টকালের ‍অবরোধের পাশাপাশি রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫/আপডেটেড ২৩১৪

** টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।