ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সোমবার পাকুন্দিয়ায় ছাত্রদলের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সোমবার পাকুন্দিয়ায় ছাত্রদলের ধর্মঘট

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধর্মঘট ডেকেছে স্থানীয় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।



পাকুন্দিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় সিদ্দিকী সুজন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধর্মঘটের ঘোষণা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আলী আশরাফ মামুনকে গ্রেফতারের প্রতিবাদে, খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।