কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধর্মঘট ডেকেছে স্থানীয় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
পাকুন্দিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় সিদ্দিকী সুজন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধর্মঘটের ঘোষণা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আলী আশরাফ মামুনকে গ্রেফতারের প্রতিবাদে, খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫