নড়াইল: নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হক নামে এক বিএনপি কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় মামলা ও অভিযোগ রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে সাতজন, লোহাগড়া থেকে ছয়, কালিয়া থেকে চার ও নড়াগাতি থানা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫