ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর, আটক ৫

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর, আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বিসিক মোড়ে একটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধ ও হরতালকারীরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, পাঁচ/সাতজন পিকেটার হঠাৎ করে ট্রাক লক্ষ্য করে ঢিল ছুড়ে সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, চোরাগোপ্তাভাবে ট্রাকে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের জাহিদুল, উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের মোস্তফা কামাল, ওলিপুর গ্রামের রমজান আলী, আবুল কাশেম ও লেবুল মণ্ডল।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।