ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে অস্ত্রসহ শিবির ক্যাডার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
রাজশাহীতে অস্ত্রসহ শিবির ক্যাডার গ্রেফতার ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি ককটেলসহ হাসিবুল ইসলাম (২১) নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসিবুল নাশকতার ঘটনায় ১২টি মামলার এজাহারভুক্ত আসামি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চত করে র‌্যাব-৫ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি নগরীর বিনোদপুর এলাকায় ৩০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিনের রগ কাটার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিরা নগরীর মির্জাপুর এলাকায় অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় শিবির ক্যাডার হাসিবুলকে অস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে নগরীর মোল্লাপাড়া এলাকায় র‌্যাব-৫ এর সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি দীর্ঘদিন ধরে নগরীতে ঘটে যাওয়া বিভিন্ন নাশকতা ও হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এবং সংগঠনটির পক্ষে নাশকতার ঘটনায় জড়িতদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।