দিনাজপুর: দিনাজপুরে পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার মামলায় জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
২০ দলের ডাকা অবরোধ-হরতালে নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫