ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
মিরসরাইয়ে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

মিরসরাই (চট্টগ্রাম): ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও একাধিক নাশকতার মামলায় ইফতেখার মাহমুদ জিপসন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুই নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


 
ওই গ্রামের শামসুল হুদার ছেলে জিপসন হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মিরসরাই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার অালমগীর হোসেন জানান, জিপসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের অভিযোগে আইসিটি অাইনে মামলা রয়েছে। এছাড়া তিনি নাশকতার একাধিক মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।