ঢাকা: হরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল জাবি শাখার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল-অবরোধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ এবং ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান।
এ সময় অন্যদের মধ্যে সাইফুল ইসলাম সাগর, সুজন, রাশেদ, শান্ত, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫