ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কারওয়ানবাজারে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
কারওয়ানবাজারে  বাসে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ানবাজার এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।

সোমাবর (২৩ ফেব্রয়ারি) দুপুরে ওই এলাকার পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় দাঁড়ানো বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।



ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে অগ্নি সংযোগ করে অবরোধ ও হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান শাহজাদী সুলতানা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।