খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা জামায়াতের আমির জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দমদম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, জাকিরের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি দমদম এলাকায় ফিরেছেন-এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫